বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক(AD) সার্কুলার.......
শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক(AD) সার্কুলার। 
✅ একবার প্রস্তুতি নিলেই বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক অফিসার(জেনারেল), সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার, সমন্বিত ব্যাংক অফিসার(জেনারেল), সমন্বিত ব্যাংক অফিসার(ক্যাশ) এবং অফিসার(রুর্যাল ক্রেডিট) সহ মোট ৬টি পদের প্রস্তুতি সম্পন্ন হয়। 
✅জেনে নেই বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য। 
📌 ব্যাংকে চাকরির যোগ্যতা (Bank Job Qualification): সরকারি ব্যাংক গুলোতে সাধারণত সিনিয়র অফিসার, অফিসার (জেনারেল), অফিসার (ক্যাশ), সিনিয়র অফিসার পদে নতুনদের সরাসরি নিয়োগ প্রদান করা হয়। যেকোন অনুষদের স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জনকারী প্রার্থীরাই এসব নিয়োগে আবেদন করতে পারেন। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় নূন্যতম ১টি প্রথম শ্রেণি/বিভাগ শ্রেণি থাকতে হবে এবং কোন পর্যায়ের ৩য় বিভাগ / শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
📌 বয়স: ২১-৩২ বছর বয়স পর্যন্ত। 
📌 বর্তমানে জি.পি.এ পদ্ধতি চালু হওয়ায় ১ম, ২য়, ৩য় বিভাগ / শ্রেণি নিয়ে অনেক পরীক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রনালয়ের সর্বশেষ ২০০৯ ও ২০১০ সালের প্রজ্ঞাপন অনুযায়ী এস.এস.সি ও এইচ.এস.সি সমমান পরীক্ষার ক্ষেত্রে ও স্নাতক বা সমমানের পর্যায়ে জি.পি.এ বের করার পদ্ধতি আলোচনা করা হল –
♦️ এস.এস.সি / এইচ.এস.সি এর জন্য জিপিএ বের করার পদ্ধতি( ৫ স্কেলে )
🔻 শ্রেণি / বিভাগ জি.পি.এ
🔻 প্রথম শ্রেণি / বিভাগ জি.পি.এ ৩.০০ বা তদূর্ধ
🔻 দ্বিতীয় শ্রেণি / বিভাগ জি.পি.এ ২.০০ থেকে ২.৯৯ পর্যন্ত
🔻 তৃতীয় শ্রেণি / বিভাগ জি.পি.এ ১.০০ থেকে ১.৯৯ পর্যন্ত
♦️ অনার্স / মাস্টার্স এর জন্য জিপিএ বের করার পদ্ধতি( ৪ স্কেলে )
🔺 শ্রেণি / বিভাগ জি.পি.এ
🔺 প্রথম শ্রেণি / বিভাগ জি.পি.এ ৩.০০ বা তদূর্ধ
🔺 দ্বিতীয় শ্রেণি / বিভাগ জি.পি.এ ২.২৫ থেকে ২.৯৯ পর্যন্ত
🔺 তৃতীয় শ্রেণি / বিভাগ জি.পি.এ ১.০০ থেকে ২.২৪ পর্যন্ত 
♦️ অনার্স / মাস্টার্স এর জন্য জিপিএ বের করার পদ্ধতি( ৫ স্কেলে )
🔻 শ্রেণি / বিভাগ জি.পি.এ
🔻 প্রথম শ্রেণি / বিভাগ জি.পি.এ ৩.৭৫ বা তদূর্ধ
🔻 দ্বিতীয় শ্রেণি / বিভাগ জি.পি.এ ২.৮১৩ থেকে ৩.৭৪ পর্যন্ত
🔻 তৃতীয় শ্রেণি / বিভাগ জি.পি.এ ১.৬৫ থেকে ২.৮০ পর্যন্ত 
📌 বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক জবের সুবিধা
♦️ বেতন-ভাতা: একজন সহাকারী পরিচালক তার মূল বেতনের বাইরে প্রতি মাসে মূল সাথে ৬০% হারে বাড়ি ভাড়া, ১,৫০০/- টাকা চিকিৎসা ভাতা, ৮,০০০/- টাকা মধ্যাহ্ন ভোজ ভাতা (প্রতি কর্মদিবসে মধ্যাহ্ন ভোজ ভাতা ৪০০/- টাকা, ২০ কর্মদিবস হলে মোট ৮,০০০/- টাকা), ইন্টারনেট বিল ভাতা বাবদ ১,০০০/- টাকা এবং মোবাইল বিল ভাতা বাবদ ৫০০/- টাকা পান। এছাড়া কোন কোন ক্ষেত্রে অফিস টাইমের আগে সকালে ও অফিস টাইম শেষে সন্ধ্যার পর overtime করলে এ বাবদ অতিরিক্ত ভাতা প্রদান করা হয়। Overtime করা সকলের জন্য বাধ্যতামূলক নয়। একজন সহকারী পরিচালক মাসিক মূল বেতন (Basic Pay) পান ২২,০০০/- টাকা এবং ১ম শ্রেণীর পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত হওয়ায় মূল বেতনের ৫% হারে একটি বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয়ে তা দাড়ায় ২৩,১০০/- টাকা
 
♦️ সহকারী পরিচালক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা Bangladesh Bank Training Academy (BBTA)-তে ০৬ মাস মেয়াদী একটা Foundation Training বা বুনিয়াদী প্রশিক্ষণ পান; এই প্রশিক্ষণে ৮০% নম্বর পেলে সংশ্লিষ্ট কর্মকর্তার মূল বেতনের সাথে আরো একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ হয়। ক্লাসে ও পরীক্ষায় খুব একটা অমনোযোগী না হলে প্রায় সকলেই এই ইনক্রিমেন্ট পান। আবার ব্যাংকিং ডিপ্লোমা ১ম ও ২য় পর্ব (JAIBB & DAIBB) পরীক্ষায় কোন কর্মকর্তা কৃতকার্য হলে প্রতিটির জন্য তার মূল বেতনের সাথে আরো ০১টি করে ইনক্রিমেন্ট যোগ হয়। বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচীতে প্রতি ব্যাচে ৬০ জন করে প্রশিক্ষণ পান এবং তাদের থাকা, খাওয়ার ব্যবস্থা BBTA-তে করা হয়। প্রশিক্ষণকালে তারা পকেট খরচ, বেতন ও ভাতাদি প্রাপ্ত হন।
 
📌 প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা ব্যাংকের খরচে ১৫ দিন বিদেশ ভ্রমণে যান এবং বিদেশ ভ্রমণ বাবদ প্রায় ১,১০,০০০/- টাকা পান। ০১ বছর শিক্ষানবিশকাল অতিক্রান্ত হলে সকলের চাকুরী স্থায়ী হয় এবং সকলের মূল বেতনের সাথে অতিরিক্ত ০১টি বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হয়।
📌 বোনাস: একজন সহকারী পরিচালক রোযা ও কোরবানীর ঈদের প্রতিটিতে মূল বেতনের ১০০% হারে ঈদ বোনাস পান। 
📌 ইনসেনটিভ_বোনাস: জুলাই মাস শেষে আগের অর্থবছরে কি পরিমাণ ব্যাংক লাভ করেছে তা বিবেচনায় মূল বেতনের ১০০% হারে কমবেশি ৫-৬টা Annual Profit Bonus (Incentive Bonus) প্রাপ্ত হন।
📌 ঋণ_প্রাপ্তি: চাকুরীর মেয়াদ ০৩ বছর পূর্ণ হলে গৃহনির্মাণ বাবদ বার্ষিক ৫% হারে সুদে ৮০ লাখ টাকা ঋণ পাবেন এবং চাকুরীর মেয়াদ ০৫ বছর পূর্ণ হলে গাড়ি ক্রয় বাবদ আরো ২০ লাখ টাকা পাবেন। বর্তমানে সরকারী চাকুরীজীবীদের বেতন-ভাতা বৃদ্ধি পাওয়ায় গৃহনির্মাণ ও গাড়ি ক্রয় বাবদ ঋণের পরিমাণ আরো ৫০% বৃদ্ধি পেতে পারে।
📌 ছুটি_সুবিধা: সকল কর্মকর্তা Casual Leave বাবদ বছরে ২০ দিন ছুটি পান। এছাড়া Ordinary Leave সুবিধা আছে। প্রতি ১১ কর্মদিবসের জন্য একজন কর্মকর্তা ১ দিন Ordinary Leave জমা হয়। চাকুরী জীবনে প্রতি ০৩ বছরান্তে একজন কর্মকর্তা Recreation Leave বাবদ ১৫ দিন ছুটি পান। ছুটির সময় সকল বেতন-ভাতা পান এবং মূল বেতনের ১৫০% হারে ভ্রমণ বাবদ ভাতা পান। 
📌 চিকিৎসা_সুবিধা: কোন কর্মকর্তা উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস ও অন্যান্য রোগে ভুগলে কিংবা তার কোন বড় ধরনের অপারেশন হলে বা স্ত্রী হাসপাতালে/ক্লিনিকে সন্তান প্রসব করলে এ বাবদ যাবতীয় খরচ ব্যঅংক পুনর্ভরন করে থাকে। 
📌 Cooperatives: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রায় প্রতিটি অফিসে Cooperatives সুবিধা আছে। Cooperatives-এর সদস্য হলে সেখান তেকে স্বল্প সুদে সর্বোচ্চ ২ লাখ টাকা ঋণ নেওয়া যায়। এছাড়া Cooperatives-এর শেয়ার কিনলে বছরান্তে প্রায় ৪০% হারে Dividend দেয় এবং এটা খুবই লাভজনক। যেমন কউ বাংলাদেশ ব্যাংক, প্রদান কার্যালয়ের Cooperatives—এর সদস্য হলে এবং তার ৪০,০০০/- মূল্যের শেয়ার থাকলে তিনি বছরান্তে ১৬,০০০/- টাকা Dividend পাবেন। 
📌 Pension_Gratuity_GPF (General Provident Fund): অন্যান্য সরকারি চাকুরীর মতো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা চাকুরী থেকে অবসর গ্রহণকালে পেনশন, গ্রাচুইটি এবং ষাধারণ ভবিষ্য তহবিল খাতে অনেক টাকা পান।
📌 পদোন্নতি_সুবিধা: বাংলাদেশ ব্যাংকে পদেন্নতির ক্ষেত্রে কোন তদবির, ঘুষ বা স্বজনপ্রীতির সুযোগ নেই। পদোন্নতি ব্যবস্থা পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ। একজন সহকারী পরিচালক ৩ থেকে সাড়ে ৩ বছরের মধ্যে Deputy Director হয়ে যান। 
🌹 তাহলে আর দেরি কেন? 
🌹 আজ থেকেই প্রস্তুতি শুরু করা যাক! 
🌹 আপনাদের প্রস্তুতিতে বিদ্যাবাড়ি সর্বদা আপনার পাশেই ছিল, আছে এবং থাকবে। 
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url